শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আর্থানুকুল্যে কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, ২০৪৭ সালে ভারতবর্ষকে বিশ্ব গুরুর আসনে বসানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর জন্য মায়েদের শক্তিশালী করতে হবে। একজন মহিলা কেবল পরিবারকেই শক্তিশালী করে না। তার সাথে মহল্লা , পঞ্চায়েত, গ্রামকে শক্তিশালী করতে পারে। কিন্তু মায়েদের মধ্যে সেই আত্মবিশ্বাস জোগাতে হবে। সেই কাজ বিগত পাঁচ বছর ধরে করছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, ২০১৮ সালের আগে মহিলাদের নিয়ে লম্বা মিছিল হতো। তাদের নিয়ে সভা, সমিতি ও রাজনীতি করা হতো। কিন্তু বর্তমানে মহিলাদের স্ব-শশক্ত করতে উদ্যোগী রাজ্য সরকার। স্ব সহায়ক দলের সংখ্যা বৃদ্ধি তারই প্রমাণ। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম জেলার অন্তর্গত কৃষকদের হাতে কৃষি সামগ্রী ও যন্ত্রাংশ তুলে দেন অতিথিরা।