২০২৪ এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল প্রস্ততি চূড়ান্ত করে নিচ্ছে এবং তার পাশাপাশি বিজেপি দলও কোনও ভাবেই পিছিয়ে নেই! বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে কার্যকারিনী বৈঠক ৷
বিজেপি সদর শহর জেলার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার আগরতলার রবীন্দ্রভবনে ৷
এই কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্য, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদীকা পাপিয়া দত্ত, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য্য, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরো অন্যান্য পদাধিকারীগন ৷
এদিন জেলা কমিটি সহ সকল নেতত্বরা উপস্থিত ছিলেন কার্যকারিনী বৈঠকে ৷
দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে সুরু হয়েছে সভার কাজ ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন,’সংগঠনের নিয়ম অনুসারে প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে কার্যকারিনী বৈঠক ৷ এই বৈঠকের মাধ্যমে দলের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয় ৷ পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ৷ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে নেতৃত্বদের উপর দায়িত্ব থাকে ৷ মানুষ সরকারী প্রকল্পগুলো সঠিকভাবে উপভোগ করতে পারছে কিনা সেগুলো দেখা শোনা করতে হয় দলীয় নেতৃত্বদের ৷ রাজ্য সভাপতি বলেছেন ‘সেবাই সংগঠন’, মানুষের সেবা করার জন্য আগামীদিনে সংগঠনকে আরো মজবুত স্থানে নিয়ে পৌঁছাতে হবে’ ৷ ‘মানুষের সুখ দুঃখে পাশে থেকে দলীয় কর্মীরা আরো ভালো করে কাজ করতে হবে’ ৷
এই বিষয় গুলোই আজকের এই কার্যকারিনী বৈঠকে আলোচনা হয়েছে ৷