২০২৩ সালে বিশাল সংখ্যক আসন নিয়ে ত্রিপুরাতে জয়ী হবে বিজেপি। ফের ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হবে রাজ্যে। আগরতলায় পা রেখেই মন্তব্য বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বঙ্গের তৃণমূল সরকারকেও একহাত নেন শুভেন্দু। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোন সরকার নেই। জঙ্গলের রাজত্ব চলে। বঙ্গে পিসি ভাইপোর কম্পানি চলছে। যেখানে পিসি কম্পানির মালিক এবং ভাইপো কম্পানির ম্যানেজিং ডিরেক্টর।