২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজ। কখনো পার্কে কখনো স্কুলে সংঘটিত হত ওদের সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম। অবশেষে কৃষ্ণনগর স্কাইলার্ক ক্লাব সংলগ্ন এলাকায় ঠিকানা হল তাদের। রবিবার নারায়ণ পূজার মাধ্যমে বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিস বাড়ির উদ্বোধন হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বৈদিক ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, সভাপতি জীবনকৃষ্ণ ভট্টাচার্য, চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা পন্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ সমাজকে সংঘটিত করা। অনেকের ভেতরেই বিভ্রান্তি থাকে শ্রাদ্ধ পূজার্চনা নিয়ে। ওরে কে বলে শ্রাদ্ধ মানে শ্রদ্ধা ব্যাপারটা যে এরকম নয় এটা হচ্ছে পরলৌকিক ক্রিয়া। এখানে আত্মা পরমাত্মার বিষয় রয়েছে আত্মার
সতগতি কামনায় শ্রাদ্ধ করা হয়। এ সকল বিভ্রান্তি দূর করতে যেন ব্রাহ্মণরা ভূমিকা নেয় । পূজা করা কালীন জজমানকে যেন বুঝিয়ে দেয় কেন হচ্ছে এই পূজা এবং এই মন্ত্রের অর্থই বা কি? এই সকল বিষয় আজকের এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে উঠে আছে।