গত ১৪ই এপ্রিল ডঃ বি আর আম্বেদকর এর ১৩৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিজেপি উত্তর জেলা তপশিলি জাতি মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করার কথা ঘোষণা করা হয় ৷ এই ঘোষণাকে সামনে রেখে ১৮ ই এপ্রিল মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির উত্তর জেলা কার্যালয়ে এই রক্তদান শিবির আয়োজিত হয় ৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিজেপি জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, তপশিলি জাতি মোর্চার জেলা সভাপতি পরিমল দাস সহ আরো অন্যান্যরা ৷ এদিন এই রক্তদান শিবিরে মোট ২৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ৷