১৮ই জুন অভয়নগর থেকে হারিয়ে যাওয়া রিপন চাকমার বাইক কোনাবন এলাকা থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান থানার ভারপ্রাপ্ত অফিসার প্রাজিত মালাকার। পুলিশের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাইকের মালিক।