১৭ এপ্রিল সোমবার ধর্মনগর পুরাতন মটরস্ট্যান্ডস্থিত ‘সহযোগ’ সামাজিক সংস্থার উদ্যোগে এবং বয়েজ ক্লাব ও ডোনার্স এসোসিয়েশনের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন,উপস্থিত ছিলেন আরো অন্যান্যরাও ৷ এদিন প্রায় ২০ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন ৷
এই মহতী উদ্যোগের জন্য সংস্থার সকল সদস্যদের ধন্যবাদ জানান বিধায়ক বিশ্ববন্ধু সেন ৷