১৬ই এপ্রিল রবিবার দুপুর ১২ টায় ধর্মনগর প্রেসক্লাবের উদ্যোগে এক সম্বোর্ধনা সভার আয়োজন করা হয় ৷ উক্ত সভায় বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের এম এল এ শ্রী বিশ্ববন্ধু সেন কে সম্বোর্ধনা প্রদান করেন প্রেসক্লাবে সকল সদস্যবৃন্দ ৷ এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর প্রেসক্লাবের সভাপতি পলাশ সেন, সম্পাদক পান্নালাল ঘোষ সহ অন্যান্যরা ৷ সভা শেষে এক সৈজন্যমূলক সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এই সাক্ষাৎকারে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন,’প্রেসক্লাবের সকল পদাধিকারী এবং সদস্যরা আমাকে সম্মানে ভূষিত করে আমায় কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন, আমি ধর্মনগর প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করি’ ৷