১৩জন লিডারের তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান
একসময় ত্রিপুরার রাজনীতিতে নয়া শক্তি হিসাবে মাথাচাড়া দিয়ে ওঠেছিল তিপ্রা মথা দল। তবে লোকসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই রাজ্যে বাড়ছে হৃদবদলের পালা।
১৭ই জুন শনিবার এদিন বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিপ্রা মথার দল ছেড়ে বিজেপিতে যোগদান করে ১৩ জন তিপ্রা মথা দলের লিডার।।। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী বিকাশ দেববর্মা । দিন দিন ভাঙন ধরছে তিপ্রা মথা জোটের ফলে একে একে সদস্যরা নিজেদের দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে।