১২ জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে রথযাত্রায়। ১২ জানুয়ারি উমাকান্ত স্কুলের সামনে এসে সমর্পণ হবে দুটি রথ। এদিন সকাল এগারোটার সময় রাজ্য সফরে আসছেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি রাজ্যে এসে প্রথমে লঙ্কামুড়া ভূমিহীন কলোনিতে যাবেন। এলাকার মানুষের সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে পেয়েছে কিনা সে বিষয়ে কথা বলবেন। তারপর সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিষয়ে অবগত হবেন। পরে এলাকার এক বুথ সভাপতি বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন। তারপর তিনি এসে ঊমাকান্ত স্কুলের সামনে কার্যক্রমে অংশ নেবেন। এবং এই সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে সম্বোধন করবেন রাষ্ট্রীয় সভাপতি। তারপর সেখান থেকে তিনি চলে যাবেন গেস্ট হাউসে। সেখানে বিজেপির কোর কমিটির সাথে বৈঠক করবেন। আলোচনার পর দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হবেন।