১২ ই এপ্রিল, বুধবার সকালে আগরতলা খেজুর বাগান স্থিত TIDC অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে TIDC এর নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাদুল বনিক। শ্রী নবাদুল বনিক কে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার দরুন যিষ্ণু দেববর্মণ তাকে অভ্যর্থনা জানান ।