ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের প্রায় ১৩০ জন কর্মচারী ডিএ পায়নি বলে অভিযোগ। সেই ডিএ চাইতে গেলে ম্যানেজিং ডাইরেক্টর প্রসাদ রাও ভদ্রাপো কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ঘটনায় মঙ্গলবার গোর্খাবস্তি অফিসের সামনে প্রতিবাদ জানায় কর্মচারীরা।