হিংসায় বিধস্ত মনিপুরে ত্রান সামগ্রী পাঠালো ত্রিপুরা প্রদেশ বিজেপি ৷ বুধবার সবুজ পতাকা নেড়ে সেই ত্রান নিয়ে যাওয়া গাড়ির যাত্রা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা ৷
মনিপুরে সাম্প্রতিক ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার পর আস্তে, আস্তে রাজ্যটি মূল স্রোতে ফিরে আসতে শুরু করেছে ৷ কিন্ত জীবন যাত্রা স্বাভাবিক হতে আরো অনেকটা সময় লাগবে এবং বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন শরনার্থী শিবিরে দিনযাপন করছে ৷
মনিপুরের এই কঠিন সময়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে এবং রাজ্যটির পাশে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে বুধবার রাজ্য বিজেপির দেওয়া ত্রান সামগ্রী নিয়ে একটি গাড়ি বিজেপি প্রদেশ কার্যালয় থেকে মনিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে ৷