রাস্তা সংস্কারের দাবিতে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে হালাইপাড়ে গোলকপুর ও হালাইপাড়ের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সকল টুকটুক চালক এবং এলাকাবাসীরা মিলে ৷
ঘটনার বিবরণে জানা যায় চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাইলাপাড় থেকে গোলকপুর যাওয়ার রাস্তা প্রায় দুই থেকে তিন বছর ধরে বেহাল দশায় পরিনত হয়েছে, পাশাপাশি বড় বড় গর্তে পরিনত হয়েছে সড়কটি ৷ তাই একপ্রকার বাধ্য হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সকল টুকটুক চালক এবং স্থানীয় এলাকাবাসীরা মিলে হালাইপাড়ে গোলকপুর ও হালাইপাড়ের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ৷ খবর পেয়ে ছুটে আসে কৈলাশহর থানার বিশাল পুলিশবাহিনী ৷ দীর্ঘ এক ঘন্টা পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে পিডব্লিউডি দপ্তরের এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার, উনি এসে আশ্বাস দেন যে দুই থেকে তিন দিনের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু হবে, উনার আশ্বাসে আশ্বস্থ হয়ে সকল টুকটুক চালক এবং এলাকাবাসীরা পথ অবরোধ মুক্ত করে ৷