সৎসঙ্গ আশ্রম পরিচালিত সংগঠন উৎসৃজি ছয়দিন ব্যাপী একটি চিত্র প্রদর্শনী আয়োজন করে নজরুল কলাক্ষেত্রের ললিত কলা একাডেমিতে।। মোট ৬৫ টি ছবি প্রদর্শন করা হয়।।। এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা। আশ্রমের সদস্য ধারা পরিচালিত হয়েছে এই এক্সিবিশন।