রাজ্যের প্রত্যন্ত জনপদে স্বাস্থ্যসেবাকে প্রতিটি নাগরিকের কাছে সুলভে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। মঙ্গলবার উনকোটি জেলার নটিংছড়ায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ দারোদ্ঘাটন করে এমন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন,আমার দৃঢ় বিশ্বাস আজ থেকেই এই অঞ্চলের জনগনের স্বাস্থ্যসেবায় এই স্বাস্থ্যকেন্দ্র কার্যকরী ভূমিকা পালন করবে।