আমরা স্বপ্ন দেখি আর ভাবি যদি এমনটা হতো, তাহলে কেমন হতো? স্বপ্নও যে বাস্তব করা যায়, তার বড় উদাহরণ হচ্ছে এই আগরতলা শহরের জীবন রেখা হিসাবে চিহ্নিত হাওড়া নদী উন্নয়ন প্রকল্প। ” হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট” এর শিলান্যাস করে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার সকালে বহু প্রতিক্ষিত আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীন” হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট” এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন। কারন, দেশের একশটি শহরের উন্নয়ন প্রকল্পে আগরতলাকেও অন্তর্ভুক্ত করেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুরজিৎ দত্ত, পুর কমিশনার এবং নিগমের অন্যান্য কর্পোরেটর ও বিশিষ্ঠজনেরা।