“প্রতি ঘরে কর্মসংস্থান আজ আর কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয়। স্বচ্ছ নীতি, যোগ্য প্রার্থী, সঠিক নিয়োগ, এটাই রাজ্য সরকারের প্রাধান্য।” রবীন্দ্রভবনে রাজ্যভিত্তিক রোজগার মেলায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে ৬৮৬ জন যুবদের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস রাজ্যের যোগ্য যুবশক্তির সঠিক কর্মসংস্থানে আগামীতেও আমাদের সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে।