চলতি বছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষধ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভোকেশনাল বিষয়ের পরীক্ষা গুলো এখনো চলছে। তবে গরমের নাজেহাল অবস্থার কারণে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফ ডঃ মানিক সাহা সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করেন । এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শ্রী ভবতোষ সাহা সাংবাদিক সম্মেলনে জানান স্কুল বন্ধ থাকলেও যে পরীক্ষাগুলো বাকি রয়ে গেছে সেই পরীক্ষাগুলো নির্ধারিত সময় অনুযায়ীই হবে। পরীক্ষা বন্ধ থাকবে না ।