যুরাজনগর বিধানসভার আওতাধীন দেওয়ানপাশা শ্রীভূমি দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের NSS Unit Camp এর উদ্যোগে সোমবার সকাল ১১টায় NSS Unit এর সকল Volunteer এবং ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকদের নিয়ে একটি awareness প্রোগ্রামের আয়োজন করা হয় ৷ এদিন উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, প্রোগ্রাম অফিসার সম্পা নাথ সহ আরো অন্যান্যরা ৷ এদিন শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক আধিকারিকরা ট্যাফিক কট্রোল বিষয়ে সকল রকমের প্রশিক্ষণ দেন NSS Unit এর ছাত্র-ছাত্রীদের ৷