সোমবার কড়মছড়া এলাকায় গৌহাটি থেকে আগরতলাগামী শেরওয়ালি বাস দুর্ঘটনার কবলে পড়ে এতে আহত ১১ জন!!
আবারো ভয়াবহ যান দুর্ঘটনা অল্পতে প্রানে রক্ষা পেলো গাড়িতে থাকা যাত্রী ৷
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ভোর পাঁচটা নাগাদ গৌহাটি থেকে ১১ জন যাত্রী নিয়ে NL01NC42069 নম্বরের শেরওয়ালি ট্রাভেলসের একটি বাস আগরতলা উদ্যেশ্যে যাওয়ার পথে লংতড়াই ভ্যালী মনু থানাধীন কড়মছড়া বাজার সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে ৷ ওই এলাকায় গাড়িটি আসতে আচমকা রাস্তার পাশের খাঁদে একটি পুকুরে পড়ে যায়, এতে গাড়িতে থাকা ১১ জন যাত্রী অল্পবিস্তর আহত হয় ৷
ঘটনাটি প্রথমেই স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে মনু থানায় এবং মনু অগ্নী নির্বাপন দপ্তরে খবর পাঠায় ৷ খবর পেয়ে মনু থানার পুলিশ এবং মনু অগ্নী নির্বাপন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুঁটে এসে ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ হাসপাতালে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে ৷ তবে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে মনু থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ তবে অনেকেই মনে করেছেন এই ঘটনাটি যদি পাহাড় এলাকায় হত তাহলে কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হত ৷