সোমবার সোনামুড়ায় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুজিবুর ইসলাম মজুমদারের স্মরণে তাঁকে সম্মান জানিয়ে গরীব দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এদিন এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের হাত ধরে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি ছেড়ে ৭ জন নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যার মধ্যে আছেন সোনামুড়া সিটুর প্রাক্তন সম্পাদক ইউনুছ মিঞা সহ বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৭৪টি পরিবারের ২৯০ জন ভোটার। আগামী দিনগুলোয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সোনামুড়ার জনসাধারণের জন্য আরো ভালো ভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাবে।