সোনামুড়া প্রতিনিধিঃ টিভি মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নিরল স প্রয়াস চালিয়ে যাচ্ছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। সেই লক্ষ্যে
ত্রিপুরা রাজ্যের প্রায় ১৫০ জন টিভি অর্থাৎ যক্ষা রোগীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। একই সঙ্গে কাজ করছে রাজ্য ব্যাপি সংগঠনের বিভিন্ন শাখা গুলি। প্রতিটি শাখা কমিটি গুলির উদ্যোগেই নিজ নিজ স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত নিকশয় মিত্ররা টিভি রোগীদের ছয় মাস ব্যাপী বিশেষ ফুড বাস্কেট দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কাজে লিপ্ত হয়েছেন। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সোনামুড়া শাখার উদ্যোগে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত পাঁচজন যক্ষা রোগীকে চিহ্নিত করে তাদের হাতে তুলে দিলেন ফুট বাস্কেট। সুন আমরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে সামগ্রীগুলি তুলে দেন সংস্থার সদস্যরা। ছিলেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি পার্থপ্রতিম দাস সংস্থার সোনামুড়া শাখার সম্পাদিকা শিবানী দেবনাথ, সংস্থার লাইফ মেম্বার খাদিজা বেগম সহ অন্যান্যরা। প্রথমে এম ও আই সি পার্থপ্রতিম দাস যক্ষা রোগ প্রসঙ্গে আলোচনা করেন এবং কি কি উপায়ে অবলম্বন করে এই রোগ থেকে সহজে মুক্ত হওয়া যায় সেই উপায় গুলো বলে দেন পাশাপাশি পরিবার পরিজনদের রোগীদের সঙ্গে কিভাবে চলতে হবে সে বিষয়গুলোও একে একে তুলে ধরেন। সংস্কার লাইভ মেম্বার খাদিজা বেগম জানান আগামী পাঁচ মাস অব্দি তাদের এভাবে ফুডকিট দিয়ে সাহায্যের মাধ্যমে তাদেরকে এই রোগ থেকে মুক্ত করার প্রয়াস তারা চালিয়ে যাবেন।