শ্রী শ্রী শান্তিকালী গুরুদেবের ২২ তম তিরোধান দিবসে তিনদিন ব্যাপী বিশ্ব মহাশান্তি যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত, সন্ন্যাসীদের উপস্থিতিতে আগামী ২৭ আগস্ট শনিবার শান্তিকালী আশ্রমে নব নির্মিত মন্দিরের দ্বারোদঘাটন হবে।এদিন সকালে রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবতের হাত ধরে শান্তিকালী আশ্রমের নবনির্মিত সুদৃশ্য দেব গৃহের শুভ দ্বারোদঘাটন হবে। এখন মন্দীরের নির্মান কাজে চলছে শেষ তুলির টান। চলছে মহকুমা সদর থেকে শান্তিকালী আশ্রমে যাতায়াতের রাস্তা সংস্কারের কাজ। সবই শেষ পর্যায়ে।