= বড়জলা কেন্দ্রের সি পি আই এম প্রার্থী সুদীপ সরকার ও প্রতাপগড় কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রামু দাস প্যারাডাইস চৌমুহনী থেকে এক সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দেন।প্রতাপগড় কেন্দ্রের প্রার্থী রামু দাস মনোনয়ন জমা দেন গুর্খাবস্তি ওবিসি দপ্তরে, অন্যদিকে বড়জলা কেন্দ্রের প্রার্থী মনোনয়নপত্র জমা দেন সেটেলমেন্ট অফিসে।