বিকাশের নতুন রাস্তায় চলছে ত্রিপুরা। অন্ধকারে থেকে আলোর গুরুত্ব অনুধাবন করতে না পারলে রাজনীতিতে সব সময় ক্ষতির মুখ দখতে হবে। সিপিএম–র কালো দিনের কথা ভুলে গেলে চলবে না। সিপিএম মানেই ধর্ষণ, বনধ, আন্দোলন, সন্ত্রাস, চাঁদা আদায়, রাজনৈতিক দৃষ্টিতে মানুষকে শেষ করা, বিরোধীদের হত্যা করা। বিজেপি মানেই দুর্নীতি মুক্ত স্বচ্ছ শাসন ব্যবস্থা তুলে ধরা। বিজয় সংকল্প জনসভা থেকে এভাবেই সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় একটিও রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি । আলোর মজা নিতে হলে অন্ধকারকে চিনে রাখতে হবে। আর এই আলোর জন্য বিজেপি–কে ক্ষমতাসীন করার আহ্বান জানান বিজেপি –র রাষ্ট্রীয় সভাপতি।