বুধবার বিশালগড়ের ঘটনায় যারা গামছা বেঁধে ঘটনাস্থলে হাজির হয়েছিল তাদের মধ্যে অনেকেই রাজ্যের নয়। পুলিশকে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে অনেকেই বর্তমানে পলাতক। সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
তিনি আরও অভিযোগে করেন, বৃহস্পতিবারও কংগ্রেস নেতার গাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছে। সেই নেতা বর্তমানে পলাতক। বিশালগড়ে ইতিপূর্বেও হিংসার রাজনীতির অনেক ইতিহাস রয়েছে। আবার সেই সকল বিষয়গুলো উসকে দেওয়ার চেষ্টা চলছে। রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন কংগ্রেসের দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট তারা কংগ্রেসকে সমর্থন করছে। অর্থাৎ তারা একে অপরের কাছাকাছি চলে এসেছে। অতীতেও কংগ্রেস নেতৃত্বদের কারণে দীর্ঘ বছর ধরে রাজ্যের শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট। বর্তমানে তারা আইন-শৃঙ্খলার কথা বলছে। কিন্তু অতীতে আগরতলা শহরে শুকরাম দেববর্মার হত্যার ঘটনা কেউ ভুলে যায়নি। এখনো ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ যথা সময়ে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করছে।