১৯৮৮ সালে কলেজ জীবন থেকে সিপিএমের সাথে লড়াই করছি। এই পার্টি ভয়ংকর। সিপিএম মানে বিভষ্যতা,বরবরতা। আমরা জানি, গনতন্ত্রে রাজনীতির মূল মন্ত্র হচ্ছে বাই দ্য পিউপল, অফ দ্য পিউপল,ফর দ্য পিউপল। কিন্তু সিপিএম নামক দলটির মূল মন্ত্র হচ্ছে বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি। পার্টি ছাড়া এরা কিছু জানেনা , কিছু বোঝেনা। এরা মানুষকে শোষণ করে। পশ্চিমবঙ্গেও করেছে। ত্রিপুরা তেও করেছে। ভয়ংকর একটি পার্টি। চড়িলামে বিজেপির জনসভা থেকে সিপিএমকে এভাবেই আক্রমণ করলেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন,
ভারতে এদের কিছু নেই। এরা স্বামী বিবেকানন্দের পুজা করেনা, সর্দার বল্লভ ভাই প্যাটেলের পুজা করেনা,সংবিধানের জনক আম্বেদকরের পুজা করেনা। নেতাজীকে এরা তেজুর কুকুর বলে। এরা পুজো করে লেনিন ও মার্কসের। সিপিআইএম মানেই খুন। সিপিএম মানেই ধর্ষণ , সিপি আই এম মানেই বাড়ি জ্বালানো।