মঙ্গলবার মেলারমাঠ দলের প্রধান কার্যালয়ে শুরু হল সিপিআইএম এর একদিনের রাজ্য কমিটির বৈঠক। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও প্রাক্তন সম্পাদক প্রকাশ করাতের উপস্থিতিতে বৈঠক হয়। বুধবার সকালে সাংবাদিক সম্মেলন করে বৈঠকে আলোচিত বিষয় ও সিদ্ধান্ত গুলি তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন মানিক সরকার সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। আজকের এই বৈঠকে স্থির হবে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ভোট রনকৌশল, সিপিআইএমের প্রার্থী বাছাই, কংগ্রেসের সাথে প্রকাশ্যে জোট হবে কিনা? ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে।