“সিপিআইএমের সাথে যারা আছে তাদের সাথে তৃণমূল কোনো সমঝোতা করবে না এবং আমি তাদের সাথে কোনো রকমের রাজনৈতিক আলোচনা করতে চাই না। মানুষ সিপিআইএমের রাজনীতি দেখছে, বিজেপিকে দেখেছে, কংগ্রেসকে বারবার দেখেছে সিপিআইএমের দোসর হিসেবে, ওদের কাঁধে ভোর করেই বারবার সিপিআইএম ক্ষমতায় এসেছে, রাজ্যে একটা অরাজকতার সৃষ্টি করেছে। ঊনকোটি জেলা তৃণমূল কংগ্রেসের সভা থেকে এভাবেই সিপিএম কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস। তিনি আরও বলেন, সামনের দিনে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করবে এবং তৃণমূল সরকার গঠন করবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের যতগুলি প্রকল্প আছে প্রত্যেকটি প্রকল্প ত্রিপুরায় লাঘু হবে, সম্পূর্ণ ভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন হবে।”
বুধবার ঊনকোটি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও বেকারত্বের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল এবং পুরাতন মোটর স্ট্যান্ডের নিকট এক পথসভার আয়োজন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, ঊনকোটি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্জন চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।