রাজ্য বিধানসভা নির্বাচনে কয়েক মাস আগে উত্তর প্রদেশ থেকে কয়েক শতাধিক বাইক আমদানি করেছে বিজেপি। উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন ভুক্ত বাইক কেন ত্রিপুরা রাজ্যে আনা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা সংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে সাংবাদিকদের সম্মেলন সাংসদ সুস্মিতা দেব বলেন, কেন ত্রিপুরা রাজ্যে কয়েক শতাধিক বাইক আনা হয়েছে তা নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে।