সাফাই কর্মচারীর ছেলেমেয়েদের পাশে দাঁড়াল আগরতলা পুরনিগম। সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, আগরতলা পুর নিগমের সাফাই কর্মচারীদের সন্তানদেরকে বছরে পড়াশোনার জন্য অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাত পাত নির্বিশেষে সকলেই সুবিধা পাবে। সাফাই কর্মীদের ছেলে মেয়েদের জন্য ৩,৫০০ টাকা করে প্রদান করা হবে।
এই ক্ষেত্রে যারা বিভিন্ন হোস্টেলে থাকবে তাদের বছরে সাত হাজার টাকা করে দেওয়া হবে। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাবে সাত হাজার। এবং তৃতীয় থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা পাবে ৮ হাজার টাকা। প্রতি ঘরের সমস্ত সন্তান এই প্রকল্পের আওতায় আসবে। এই প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মচারীদের সন্তানরা প্রত্যেকের সঙ্গে পড়াশুনায় অংশ গ্রহণ করতে পারবে। আগামী দিনে রাজ্যের উন্নয়নে তারা কাজ করতে পারবে। এই প্রকল্প গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান মেয়র। তিনি আরও জানান সাফাই কর্মীরা বহু দিন কম বেতনে কাজ করতেন। তাদের দাবীকে মান্যতা দিয়েছে পুর বোর্ড।