শুক্রবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী এডিসি ভিলেজের জগন্নাথ পাড়ায় আগরতলা থেকে সাব্রুমগামী রেলে কাঁটা পড়ে মৃত্যু হলো প্রবাস মারাক নামে এক ব্যক্তির। ঘটনার খবরপেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়। দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহ য়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে। জানা যায় মৃত ব্যক্তি ধলাই জেলার বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।