সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষকদের নিয়মিত করনের দাবি বাতিল করল হাইকোর্ট ৷
সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষকরা নিয়মিত করনের দাবিতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটি মামলা করেছিল ৷ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোদ তাদের নিয়মিত করনের দাবিকে নিকোজ করে দেয় ৷ তবে শিক্ষকরা পরবর্তীতে রায়ের কফি হাতে পাওয়ার পর ডিভিশন বেঞ্চে আবেদন করবে বলে জানান ৷
তাদের পক্ষে মামলাটি পরিচালনা করবেন এডভোকেট কৌশিক রায় ৷