আগরতলার শান্তিপাড়ায় ক্ষেত্রমোহন নিউ ইংলিশ মিডিয়াম একাডেমির নতুন বিল্ডিংয়ের জন্য ভূমি পূজন এবং শিল্যান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার সহ অনান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। সেই দিশাকে সামনে রেখে এই স্কুলটি নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন এখন পূরণ হওয়ায় পথে। বিদ্যালয়ের কাজ শুরু হওয়ায় খুশী মুখ্যমন্ত্রী নিজেও।