শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে সরকারি কর্মচারীদের জন্য জন্য পূজার বোনাস ও পুজার এডভান্স ঘোষণা করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ।
তিনি বলেন এই বছর দুর্গা পূজা উপলক্ষ্যে ছুটি বৃদ্ধি করে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের পূজার বোনাস বৃদ্ধি করে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে। হোমগার্ড ও এসপিও জওয়ানরা এই বছর পূজার বোনাস পাবে ১৭০০ টাকা করে। অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা পাবে ১৭০০ টাকা করে। পেনসনার ও পারিবারিক পেনশনাররা পাবে ১৫০০ টাকা করে। গ্রুপ-সি কর্মীরা পাবে ১৫০০ টাকা করে। গ্রুপ-ডি কর্মীরা পাবে ১৫০০ টাকা করে। ডি.আর.ডাব্লিও কর্মীরা পাবে ১৫০০ টাকা করে। এবং পিটিডাব্লিও, এম.আর.ডাব্লিও, চুক্তি ভিত্তিক কর্মী, কেজুয়েল ওয়ার্কাররা পাবে ১৭০০ টাকা করে। এই বছর আশা কর্মীরাও পূজার বোনাস পাবে বলে জানান উপমুখ্যমন্ত্রী। তিনি আরও জানান এই বছর গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মীরা পুজার এডভান্স পাবে ২০ হাজার টাকা করে। অঙ্গনওয়ারী কর্মী, সহায়িকা ও হোমগার্ডরা পুজার এডভান্স পাবে ৫ হাজার টাকা করে। আশা কর্মীরা এনএইচএম-এর মাধ্যমে পুজার এডভান্স পাবে ২ হাজার টাকা করে