সম্ভবত রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ হতে চলেছেন রাজীব সিনহা
রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ হতে চলেছেন রাজীব সিনহা এরকমই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর এ জন্যই রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহন করেনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যজুড়ে অশান্তি কমাতে ব্যর্থ রাজিব সিনহা। বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনার তথা রাজীব সিনহার ওপর রীতিমতো ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তাই গত ২১/০৬/২০২৩ বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দিলেন রাজ্যপাল।
অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বড়ো ধাক্কা খায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। এরপর বুধবার ফের ধাক্কা খায় রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ভৎর্সনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে পাশাপাশি বিচারপতির তীব্র ভৎর্সনার মুখে পড়েন রাজীব সিনহা।