রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসের দ্বারা বিগত দিনে বিলোনিয়া সহ দক্ষিণ জেলাকে কলঙ্কিত করে রাখা হয়েছিল l কিন্তু বর্তমান সরকারের সময়ে, স্পেশাল ইকোনোমিক জোন সহ এই জেলায় একাধিক উন্নয়ন কর্মযজ্ঞ রূপয়িত হচ্ছে l প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় রাজ্যে উদিত মুক্তির সূর্য। সমগ্র ত্রিপুরায় কৃষক থেকে শুরু করে প্রতিটি অংশের মানুষের সর্বাঙ্গীন বিকাশ তরান্বিত হচ্ছে। শনিবার জনজাতি মোর্চা আয়োজিত বিলোনিয়ার চিত্তামারায় আয়োজিত জনসভায় এই কথা গুলো বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।