পড়াশুনার পাশাপাশি সমাজসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের। চিকিৎসকদেরও সমাজের স্বার্থে কাজ করতে হবে। সকলের মিলিত প্রচেষ্টাতেই ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার স্বপ্ন পূরণ হবে। শনিবার হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ ব্রাম টিচিং হাসপাতালের ১৭তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।