সমাজকল্যান দপ্তরে ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা !
অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মধ্যে যাদের বষয় ৬০ বছর অতিক্রান্ত হয়েছে তাদেরকে আগামী ৩০ মের পর থেকে কাজ করতে দেওয়া হবেনা বলে সরকারি যে সার্কুলার জাড়ি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সমাজকল্যান দপ্তরের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন ৷
আগামী ৩০ মের পর থেকে ৬০ বছরের বেশি বয়ষী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে পারবেন না ৷ এ ব্যপারে সমাজকল্যান ও সমাজশিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট সকলের কাছে লিখিতভাবে নোটিশ পাঠানো হয়েছে ৷ এ ধরনের নোটিশ পাওয়ার পর ৬০ বছর উর্ধ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মধ্যে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ কেননা তারা ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারবেন বলে আশাবাদী ছিলেন ৷ আচমকা ৬০ বছর পর্যন্ত কাজ করার যে সার্কুলার জাড়ি করা হয়েছে তাতে তাদের মাথায় বাজ পড়ার উপক্রম ৷ উদ্ভুত পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শুক্রবার সমাজকল্যান ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান তাদেরকে সাবস্টিটিউট স্টাফ হিসেবে ৬৫ বছর বয়ষ পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন ৷
এদিন ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেত্রীরা জানান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের বিয়ে হয়নি আবার কারোর স্বামী সন্তান নেই ৷ তারা ৬৫ বছর বয়ষ পর্যন্ত কাজ করতে পারবেন আশা করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন ৷ তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল এই কাজ ৷ হটাৎ করে সরকারের তরফে যে সার্কুলার জাড়ি করা হয়েছে তাতে তারা অসহায় হয়ে পড়েছে ৷ বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য তারা দাবী জানিয়েছেন ৷ পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরকালীন ভাতা এবং গ্র্যাচুয়েটি প্রদানের জন্য তারা দাবী জানিয়েছেন ৷