বুধবার তৃণমূলের প্রদেশ সভাপতির দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে সুবল ভৌমিককে।
তৃণমূল কংগ্রেস এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, প্রদেশ সভাপতি ছাড়া ত্রিপুরায় অন্য সমস্ত পদাধিকারী নিজ নিজ পদে বহাল আছেন। দলের সকল কর্মী ও নেতাদের সুবল ভৌমিকের সাথে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সভাপতি নিযুক্ত না-হওয়া পর্যন্ত ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সুস্মিতা দেব দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব সামলাবেন।