গত দুই মাস ধরে ৮-টাউন বড়দোয়ালী মন্ডলের বুথ সভাপতি থেকে শুরু করে সমস্ত কার্যকর্তা এবং নেতৃত্বগণ রাতদিন কঠোর পরিশ্রম করেছেন। আমি আশাবাদী তাদের কঠোর পরিশ্রম এবং সমাজের প্রতি দায়বদ্ধতা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। সেই সঙ্গে সকলকে হৃদয়ের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানাই। সবার সহযোগিতায় আমরা ত্রিপুরাবাসীকে একটি উন্নত ত্রিপুরা উপহার দেবো। দলীয় কর্মীদের সাথে বৈঠকে একথা বললেন ৮টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।