বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে ককবরক বিষয়কে উপেক্ষা করার প্রচেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে সবর হলো টি এস ইউ। বুধবার টি এস ইউ -এর এক প্রতিনিধি দল বিদ্যালয় শিক্ষা দপ্তরের গিয়ে ডেপুটেশন করা করেন।
ডেপুটেশনের পর টি এস ইউ সাধারন সম্পাদক সুজিত ত্রিপুরা জানান বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য ককবরক ভাষা বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা ককবরক ভাষায় পড়াশোনা করার সুযোগ হারানোর মতো অবস্থা। জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা চায় মাতৃভাষায় পড়াশোনা করতে। তাই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে তুলে ধরা হয়েছে। দাবি পূরণ না হলে ছাত্রছাত্রীরা যাতে এই প্রকল্পের আওতায় আসলে ককবরক ভাষায় পড়াশোনা করতে পারে সেদিকে গুরুত্ব আন্দোলন নামবে বলে হুঁশিয়ার তিনি।