সবকিছু মানুষের জন্যই। এতে রোগীরা আরও ভালো পরিষেবা পাবে। ত্রিপুরা মেডিকেল কলেজে শুক্রবার নতুন আই অপারেশন থিয়েটারের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগে এই বিভাগটি একসাথে ইএনটি তথ নাক কান গলা বিভাগের সাথে যুক্ত ছিলো। এবার নতুনভাবে চক্ষু বিভাগের জন্য আলাদা অপারেশন থিয়েটার চালু করা হলো।