সফলভাবে রোগীর খাদ্যনালীতে বৃহদন্ত্র প্রতিস্থাপন করলেন জিবিপি হাসপাতালের চিকিৎসকরা..
রোগীর পরিবারের তথ্য অনুযায়ী সিপাহীজলার কৈয়াঢেপা মধুপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাস (২৩ ) গত বছর মার্চ মাসে তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তার ঘরে থাকা রাবার প্রসেসিং অ্যাসিড (ফরমিক অ্যাসিড) খেয়ে নেয় I সঙ্গে সঙ্গে তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে দেখা যায় অ্যাসিড খাওয়ার পর তার খাদ্যনালী জ্বলে যাওয়াতে খাদ্যনালী শুকিয়ে বন্ধ হয়ে গেছেI গত দেড় বছর ধরে সে ঠিক ভাবে ভাত ও জল খেতে পারছিল না I ৩ জুন ২০২৫ বাড়ির লোক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে আসে।গ্যাস্ট্রোএন্টরোলজিস্ট ডাঃ মৃণাল দেববর্মা ও ডাঃ শুভদীপ পাল তার এন্ডোস্কোপি করে খাদ্যনালীর স্ট্রিকচার সনাক্ত করেন।পরে বারবার খাদ্যনালীর ডাইলেটেশন করানো হয় I প্রত্যেক তিন সপ্তাহে একবার এই প্রক্রিয়া করতে হতোI ফলে সাময়িকভাবে রোগী কিছু তরল জাতীয় খেতে পারতো।কিন্তু কিছুদিন পর এই ডাইলেটেসন কাজ করা বন্ধ করে দেয়I আপাতত, পেটের অন্ত্রে ফুটো করে লিকুইড খাওয়ানোর ব্যবস্থা করা হয় I তারপর তাকে গ্যাস্ট্রো সার্জারি (Gastro Surgery) ডিপার্টমেন্টে ডাঃ দীপংকর শংকর মিত্রের কাছে চিকিৎসার জন্য রেফার করা হয় I ডাঃ মিত্র এই জটিল রোগীর ব্যাপারে হাসপাতালের কার্ডিওথোরসিক সার্জন, ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের সাথে আলোচনা করেন। সিদ্ধান্ত হয় রোগীর শুকিয়ে বন্ধ হয়ে যাওয়া খাদ্যনালীর বিকল্প পথ তৈরী করা হবে। সে অনুযায়ী রোগীর ইসোফেজিয়েল বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত হয়। এতে বৃহদন্ত্রের একটি অংশ কেটে নিয়ে খাদ্যনালীর জায়গায় বুকের ভেতর প্রতিস্থাপিত করা হয়ে থাকে। এই অপারেশন জিবি হাসপাতাল তথা ত্রিপুরা রাজ্যে প্রথমবার করা হয়। সেই অনুসারে, ডাঃ মিত্র এবং ডাঃ ভট্টাচার্যের একটি জয়েন্ট টিম পূর্ব পরিকল্পিতভাবে জিবি হাসপাতালের সিটিভিএস বিভাগের অপারেশন থিয়েটারে ৫ জুন ২০২৫ তারিখে সফলভাবে রোগীর খাদ্যনালীতে বৃহদন্ত্র প্রতিস্থাপন করেন। দীর্ঘ সাতঘন্টা ব্যাপী এই অপারেশনে ডাঃ দীপঙ্কর শংকর মিত্র( গ্যাস্ট্রো সার্জন) ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের (কার্ডিওথোরাসিক সার্জন)সঙ্গে ছিলেন ডাঃ কিশোর, ডাঃ কিরণ, ও ডাঃ অভিনব, অ্যানেস্থেসলজিস্ট ডাঃ মণিময় দেববর্মা ও ডাঃ সুরজিৎ পাল। অন্যান্য ও.টি. টিম সদস্য ছিলেন সুদীপ্ত মন্ডল-ফিজিশিয়ান এসিস্ট্যান্ট , ও.টি. অ্যাসিস্ট্যান্ট জয়দীপ চক্রবর্তী ও রতন মন্ডল, ও.টি. নার্স সৌরভ শীল, মৌসুমী দেবনাথ ও আন্না বাহাদুর জমাতিয়াI এই ধরনের জটিল অপারেশনে রোগীর বৃহদন্ত্রের এক অংশকে কেটে বুকের ভেতর হার্টের সামনে দিয়ে গলায় অক্ষত অবস্থায় নিয়ে যাওয়া একটি চ্যালেঞ্জ। খেয়াল রাখতে হয় যাতে বৃহদন্ত্রের রক্ত চলাচল অক্ষুণ্ণ থাকে এবং পরবর্তীতে সেই নতুন অঙ্গ খাদ্যনালীর কাজ করে।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, সুস্থ হওয়ার পথে। ধীরে ধীরে একটু একটু করে রোগী তরল খাদ্য খেতে পারছেন। তার বেরিয়াম সিটি স্ক্যান হবে এবং সে এখন ছুটির অপেক্ষায় I এ ধরনের অপারেশন জিবিপি হাসপাতালে প্রথম ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট রোগীর পরিবারের লোকজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সবাই খুশি। বলা বাহুল্য, এই জটিল অপারেশন ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীন সম্পন্ন হওয়ায় রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা লাভ করেন।