সচেতনতার বার্তা নিয়ে রাজপথে এনএসএস স্বেচ্ছাসেবীরা |
আগরতলা স্মার্ট সিটির বাসিন্দাদের কৃতকর্মের ফলে স্মার্টসিটির কদর্য চেহারা তুলে ধরেন উইমেন্স কলেজের এন এস এস স্বেচ্ছাসেবীরা | সোমবার ২৬শে মে ২০২৫ ইং তারিখে এমনই ছিল এক কর্মসূচি | এদিন স্বেচ্ছাসেবীরা শহরের আবর্জনার স্তূপ থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এর ফলে যে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, তা তুলে ধরেন লিফলেটের মাধ্যমে | সচেতন নাগরিকগনকে আরো বেশিকরে সচেতন করার জন্যই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে | কর্মসূচিটি র পরিচালনার দায়িত্বে ছিলেন এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য |