সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্কের মধ্যেই নয়া চমক! আসছে ৭৫ টাকার বিশেষ মুদ্রা, জানালো অর্থ মন্ত্রক
সম্প্রতি ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তার মধ্যেই বৃহস্পতিবার ভারতীয় মুদ্রা সংক্রান্ত আরও একটি ঘোষণা করলো সরকার ৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছেন, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হবে ৷ ৪৪ মিলিমিটার ব্যাসযুক্ত এই মুদ্রার একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন ৷ নিচে লিখা থাকবে ‘সত্যমেব জয়তে’ ৷ অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ডানদিকে ইংরেজিতে ইন্ডিয়া লিখা থাকবে ৷ ভারতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ চিহ্নও থাকবে এই নতুন ৭৫ টাকার মুদ্রায় ৷
মুদ্রার অন্য পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি ৷ সেই ছবির উপরে দেবনাগরীতে ‘সংসদ স্কুল’ এবং নীচে ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ লিখা থাকবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে ৷
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭৫ টাকার এই বিশেষ মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম ৷ তৈরি করা হয়েছে ৫০% রুপো,৪০% তামা,৫% নিকেল এবং ৫% দস্তা দিয়ে ৷
২৮ মে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে প্রকাশ্যে আনা হবে এই বিশেষ মুদ্রাটি ৷
প্রসঙ্গত, ৬০ হাজার শ্রমিক দুই বছরের কঠোর পলিশ্রমে এই নতুন ভবনের নির্মানকাজ শেষ করেছেন, যা বর্তমানে ব্যবহারের জন্য প্রস্তত ৷ কিন্ত তার আগেই সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক জন্ম নিয়েছে ৷ উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তৃণমূল, আম আদমি পার্টি,কংগ্রেস,বাম ও সমাজবাদি পার্টি-সহ ২০ টি বিরোধী দল ৷ বিরোধীদের উপর পাল্টা আক্রমন শুরু করেছে শাসকগোষ্ঠীও ৷ উদ্বোধন বয়কট করার সিদ্ধান্তকে ‘দেশের গণতান্ত্রিক নীতি এবং সাংবিধানিক মূল্যবোধের অবমাননা’ বলে উল্লেখ করেছে শাসক দল বিজেপি ৷