২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের নিয়ে শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল ঘরে সংযুক্ত মোর্চার অধিবেশন করা হয়। এই দিনের সংযুক্ত মোর্চা অধিবেশনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভিনু তাওড়ে ও প্রভারি মহেন্দ্র সিং। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি ত্রিপুরা সহ বিজেপির রাজ্য নেতৃত্বরা।