২৫ ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। গোটা দেশেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে শ্রদ্ধার সাথে। অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন সারা দেশের সাথে রাজ্যেও পালন করা হচ্ছে। এদিন দলীয় স্তরে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলায় বিজেপির নবনির্মিত নির্বাচনী কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির রাজ্য প্রভারি ডাঃ মহেন্দ্র সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রামপ্রসাদ পাল সহ দলের অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায় সকলেই ভারত রত্ন অটল বিহারি বাজপেয়ীর জীবনাদর্শ, তাঁর কর্মজীবন ইত্যাদি নিয়ে আলোচনা করেন।