সোমবার মাতাবাড়ি যাওয়ার আগে সূর্যমনিনগর এলাকায় দিনদয়াল উপাধ্যায় এবং শ্যামা প্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে তাকে স্বাগত জানান মন্ত্রী রামপ্রসাদ পাল। জে পি নাড্ডার সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে সূর্যমনিনগরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেখান থেকে তিনি মাতাবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।